![]() |
ডান দিক থেকে বিজেপি ত্রিপুরা রাজ্য প্রভারী সুনীল দেওধর, ত্রিপুরা বিজেপি রাজ্য সভপতি বিপ্লব কুমার দেব, ত্রিপুরা যুব মোর্চা রাজ্য সভপতি টিংকু রায়, যুব মোর্চা রাজ্য প্রভারী অমিত রক্ষিত |
আগরতলা বেজেপি দপ্তরে আয়োজিত হয় ভারত জোড়ো অনুষ্ঠান। BJYM এর উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চা রাজ্য সভপতি টিংকু রায় বেজেপি রাজ্য সভপতি বিপ্লব কুমার দেব যুব মোর্চা রাজ্য প্রভারী অমিত রক্ষিত এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর। উক্ত অনুষ্ঠানে বিপ্লব দেব ও সুনীল দেওধর জাতীয় পতাকা যুব মোর্চার রাজ্য সভপতি ও রাজ্য সাধরণ সম্পাদকের হাতে তুলে দিয়ে তীরঙ্গা যাত্রার উদ্বোধন করেন।