নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
রবিবার ০৩/০২/২০১৯ ইং রাজধানী দিল্লিতে ‘ভারত কে মন কি বাত মোদি কে সাথ’ নামক একটি অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সংকল্প পত্র সমতির অধ্যক্ষ রাজনাথ সিং।অনুষ্ঠানে মোদি সরকারের পাঁচ বছরের সুশাসন এর চিত্র 5 মিনিটের চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। তিনি বলেন দীর্ঘদিনের কংগ্রেস শাসনে ভারতের প্রগতি বাধা প্রাপ্ত হয়েছিল।ভারত অর্থনৈতিক ভাবে বহু যুগ পিছিয়ে গেছে। তিনি বলেন নরেন্দ্র মোদির সুশাসন এবং অর্থনৈতিক দূরদর্শিতার ফলে ভারত দ্রুতগতিতে প্রগতির পথে এগিয়ে চলছে। আসন্ন লোকসভা নির্বাচন শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয় ভারতের প্রতিটি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করায় এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য।