নিউজ ডেস্ক,কলকাতাঃ-
ভারতে পৌঁছাল দুটি রাফাল বিমান,এই দুটি রাফাল বিমান এয়রো ইন্ডিয়ার শো তে অংশ নেবে। এই শো তে অংশ নেবে মোট তিনটি রাফাল বিমা। ভারতে আসা এই দুটি বিমানই ফ্রান্সের বায়ুসেনার।এই দুটি বিমান এমন একটা সময় ভারতে এসে পৌঁছল,যখন এই রাফাল নিয়ে দেশের রাজনৈতিক আবহাওয়া গরম।রাহুল গান্ধী বারংবার কোন না কোন ভাবে কেন্দ্রের উপর চড়াও হওয়ার চেষ্টা করছে।
বিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুতে এয়রো ইন্ডিয়ার এই শো চলবে।মোট ৫৭ টি এয়ারক্রাফট এই শো তে অংশগ্রহণ করবে।ফ্রান্সের বায়ুসেনা তিনটি রাফাল বিমান ভারতে পাঠাচ্ছে।দুটি বিমান ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছে।এই শো তে বায়ুসেনার অনেক বরিষ্ঠ অফিসাররা লড়াকু বিমান গুলোকে চালাবে বোলে খবর।ডেপুটি চিফ এয়ার মার্শাল বিবেক চৌধুরীও রাফাল ফাইটার জেট আকাশে উড়াবেন।আজ সকালেই সংসদে রাফাল সংক্রান্ত ক্যাগের রিপোর্ট পেশ হয়।বিরুধী দল গুলীর অভিযোগের মুখে ক্যাগের এই রিপোর্ট কেন্দ্রের জন্য স্বস্তির হাওয়া বয়ে নিয়ে এল।ক্যাগের রিপোর্ট মোতাবেক এনডিএ সরকার ইউপিএ সরকারের থেকে অনেক কম দামে ফ্রান্সের কাছ থেকে রাফাল কিনেছে।বর্তমান সরকার ইউপিএ সরকারের করা চুক্তি কে ভেঙে,নতুন করে ২০১৫ সালে ৩৬ টি রাফাল বিমান কেনার জন্য চুক্তি করেছিল।কেন্দ্রীয় সরকারের এই চুক্তির পরই কংগ্রেস সভাপতি বারবার বিভিন্ন ভুয়ো নথি পেশ করে কেন্দ্রীয় সরকারকে বদনাম করার চেষ্টা চালিয়ে যায়।কিন্তু একবারও কংগ্রেস সভাপতি রাফাল নিয়ে উনার দাবী প্রতিষ্ঠিত করতে পারেন নি।এমনকি সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাফাল নিয়ে কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন।আর আজ ক্যাগের রিপোর্ট প্রকাশের পর বিরোধী শিবির ব্যাকফুটে গেলেও সেই রিপোর্ট মানতে নারাজ রাহুল গান্ধী।
Yes