সূর্য কে জানতে ও বুঝতে বিজ্ঞানীকরা ২৩ বছর ধরে রিসার্চ করছেন। আনেক দেশ ইতিমধ্যেই সূর্যে অনেকগুলো উপগ্রহ পাঠিয়েছে, এবার ভারত মহাকাশে এক বড় পদক্ষেপ নিতে চলেছে। ভারতের মহাকাশ গবেষনা কেন্দ্র ISRO নিজেদের প্রথম উপগ্রহ আদিত্য L-1 মহাকাশে পাঠাবে।যা সূর্যের কাছে গিয়ে সূর্যের আলোর অত্যাধিক গরম হওয়া এবং সূর্যে বায়ুমণ্ডলের গতি বাড়া কমা এর মত গতিবিধি বুঝতে সাহায্য করবে।এর সাথে সাথে এই উপগ্রহ সূর্যের আগ্নেয়গিরির জন্য শীতে আবহাওয়ায় বাধা আসার কারণগুলোও অধ্যয়ন করবে।