নিউজ ডেস্ক নয়াদিল্লি ঃ-
দীর্ঘ অপেক্ষার পর ভারতের মাটিতে নামল চিনুক হেলিকপ্টার। প্রথম ব্যাচের হেলিকপ্টার পৌঁছে গেল গুজরাটের মুন্দ্রা এয়ারপোর্টে। ভারতীয় বায়ুসেনায় শীঘ্রই যোগ দেবে এই চারটি হেলিকপ্টার। আমেরিকা থেকে পনেরটি হেলিকপ্টার আসবে ভারতে। হেলিকপ্টারগুলি তৈরি করেছে মার্কিন সংস্থা বোয়িং। চুক্তি হয়েছিল মোদী ক্ষমতায় আসার পর। লোকসভা নির্বাচনেই আগেই সেই যুদ্ধ হেলিকপ্টার এল ভারতে। ফিলাডেলফিয়ায় ভারতের হাতে কয়েকদিন আগেই আনুষ্ঠানিকভাবে ‘চিনুক’ হেলিকপ্টার তুলে দেয়ে আমেরিকা। উপস্থিত ছিলেন ভারতের ডিজিএও, এয়ার মার্শাল এ দেব, নিউ ইয়র্কে ভারেতর কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক। যে কোনও যুদ্ধেই চিনুক দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্রে। ১৯৬২ তে প্রথম চিনুক ওড়ানো হয়। এরপর অনেক আধুনিকীকরণ করানো হয়। বর্তমানে বিশ্বের সবথেকে আধুনিক হেলিকপ্টার এর মধ্যে একটি। চিনুক বইতে পারে নয় দশমিক ছয় টন কার্গো, কামান এমনকী সাঁজোয়াগাড়িও। পাহাড়ের উপর থেকে যুদ্ধের জন্য যথেষ্ট উপযোগী এটি। এটি ভারতীয় সেনায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি সহযোজন। সীমান্তে নানা প্রজেক্টেও কাজে লাগবে চিনুক।