নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
বদলার আগুনে জ্বলছে ভারত।বেয়াল্লিশ শহিদ সিআরপিএফ জওয়ানের বদলা নিল ভারত।হ্যাক হল পাকিস্তানের ওয়েবসাইট।পাকিস্তানের ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকররা।এক পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে,এমনকি ইমরান খানের প্রোফাইলও খুলছে না বলে জানা গিয়েছে।সংবাদমাধ্যম সূত্রে খবর,পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল জানিয়েছেন, ওয়েবসাইটটি খোলা যাচ্ছে না।এনিয়ে বিভিন্ন দেশ থেকে অভিযোগ আসছে। পাকিস্তানের সন্দেহ এটি ভারতীয় হ্যাকারদের কীর্তি।তিনি বলেন নেদারল্যান্ডস,ব্রিটেন,অস্ট্রেলিয়া,সৌদি আরবেও এই ওয়েবসাইট খোলা যাচ্ছে না।প্রযুক্তি বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র।কীভাবে নতুন করে ফের ওয়েবসাইটটি সব দেশ থেকে দেখতে পাওয়া যায় সেজন্যে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি আধিকারিকরা কাজ করছেন বলে জানা গেছে।হ্যাক হওয়া পাকিস্তানি ওয়েবসাইটি খুললেই ভেসে উঠেছে ভারতের পতাকা শোনা যাচ্ছে ভারতীয় জাতীয় সঙ্গীত।