নিউজ ডেস্ক নয়া দিল্লিঃ-
ভারতীয় সেনাবাহিনী দেশের বাইরে কিংবা ভিতরে থাকা শত্রুদের সঙ্গে সমানভাবে মোকাবিলা করতে প্রস্তুত। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিনি আরও বলেন একইসঙ্গে চিন, পাকিস্তান ও দেশের অন্দরে থাকা শত্রুদের সঙ্গে একসঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে সেনার। যদিও ভারত একসঙ্গে একাধিক ফ্রন্টে লড়াই করার ক্ষমতা রাখে, তবুও ভারত সবসময় সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, জে শেষ চল্লিশ বছরে ভারত-চিন সীমান্তে একটা গুলিও চলেনি। একইসঙ্গে আশাপ্রকাশ করেছেন যে কাশ্মীরের পরিস্তিতি ও দ্রুত ঠিক হবে।সেনাপ্রধান এও বলেন জাল ভিডিও ও মেসেজের মাধ্যমে পাকিস্তান কাশ্মীরের তরুন প্রজন্মকে ভুল পথে চালিত করছে, জাতে তারা নিরাপত্তি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জরিয়ে পরে। এর জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে তারা। উপত্যকার কিছু লোক যারা জিহাদে যোগ দিয়েছে তারা ওই বার্তা ছড়াতে সাহায্য করছে এবং তাদের আকর্ষণীয় করে তুলছে তরুন প্রজন্মের কাছে। সেনাপ্রধান আরও জানান দুর্গম পার্বত্যাঞ্চলে যুদ্ধ চালানোর জন্য বিশেষ একটি বাহিনী তৈরি করেছে সেনা। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে দুই-তিন বছরের মধ্যে সেনার আধুনিকীকরন হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।