নিউজ ডেস্ক, আসানসোল:- ভারতীয় জন ঔষধি কেন্দ্র চালু হল আসানসোল শিল্পাঞ্চলে
প্রথম বারের মতো আসানসোল শিল্পাঞ্চলে চালু হয়েছে কেন্দ্রীয় সরকারের ওষুধের দোকান ভারতীয় জন ঔষধি কেন্দ্র। এটি আসানসোলের সিলিকেট ফ্যাক্টরি রোডের মহিশীলা চক্রবর্তী মোড়ে হয়েছে। এই দোকানে ৫০শতাংশ বা তারও কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে।
মূলত একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই দোকানটি করা হয়েছে।সেই সংস্থার সম্পাদক অঙ্কেশরঞ্জন পাল জানিয়েছেন যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই ওষুধের গুণমানে কোনো ভেজাল নেই এর পাশাপাশি দাম খুব কম হওয়ায় গরীব মানুষদের প্রচুর উপকারে লাগছে এই ওষুধ।