নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
আরো একবার ভারত বিরোধী মন্তব্য করেছেন জম্মুকাশ্মীরের পূর্ব মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। দেশকে নিয়ে কঠোর আপত্তিজনক মন্তব্য করেছেন আরো একবার মেহেবুবা মুফতি। বিশ্ব থেকে হিন্দুস্তান মুছে যাওয়ার কথা বলেছেন মেহেবুবা মুফতি। এক টুইট করে মেহেবুবা মুফতি বলেছেন, যদি ধারা তিনশ সত্তর নিয়ে টানাটানি হয় তবে হিন্দুস্তানের নাম চিন্হ মুছে ফেলা হবে। মেহবুবা মুফতি কাশ্মীর নিয়ে বেশি হস্তক্ষেপ করলে ভারতের ইতিহাসও থাকবে না বলেছেন মেহবুবা মুফতি।
উনি বলেছেন,” না বুঝলে শেষ হয়ে যাবে হিন্দুস্তানিরা, ইতিহাসও শেষ হয়ে যাবে।” তবে এটা প্রথমবার নয়, যে মেহবুবা ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন। এর আগেও হিন্দুস্তানের অস্তিতকে শেষ করার কথা বলেছেন এবং মেহবুবা দেশেকে গালাগালি করেছেন। স্মরণ করিয়ে দি, এর আগে মেহেবুবা মুফতি বলেছিলেন, যদি তিনশ সত্তর এ হাত দেওয়া হয় তাহলে ভারতের পতাকা উড়তে দেওয়া হবে না। ৯ই এপ্রিল মেহেবুবা আরো একবার ভারতের অস্থিত নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন। মেহেবুবা মুফতি জম্মুকাশ্মীরের অনন্তনাগ থেকে লোকসভা নির্বাচন লড়বেন। আর নির্বাচনে কট্টরপন্থীদের খুশি করার জন্য মেহেবুবা মুফতি নেমে পড়েছেন যার জন্য ভারত বিরোধী মন্তব্য করছেন। গাজবা-এ-হিন্দ এর নীতিতে বিশ্বাসী কট্টরপন্থী ও জিহাদি মানসিকতার লোকজন, তাদের খুশি করতেই মেহবুবার এমন মন্তব্য।