নিউজ ডেস্ক, নয়া দিল্লীঃ-আজ সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এইবারের ভারতরত্ন সন্মানের ঘোষণা করে।এই বছরের ভারতরত্ন সন্মানে ভূষিত হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জি, সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা,সমাজ সেবী নানাজি দেশমুখ।
প্রনব মুখার্জি কংগ্রেসের বরিষ্ঠ নেতা ছিলেন,তিনি ইন্দিরা গান্ধী মন্ত্রী সভার সদস্যও ছিলেন, তিনি ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত আবার ইউপিএ সরকারের সময় ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন।২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন।তিনি আজীবন বিজেপি ও সঙ্ঘের বিরোধী রাজনীতিক ছিলেন।
সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা,তিনি অসমের বাসিন্দা ছিলেন,তিনি গায়কের পাশাপাশি সঙ্গীত লেখকও ছিলেন,অসমিয়া ভাষার কবিতাও লিখতেন,তিনি চলচ্চিত্র প্রযোজকও ছিলেন।সঙ্গীত জগতে আসার আগে তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন,মাসিক পত্রিকা অমর প্রতিনিধি এবং প্রতিধ্বনি-র সম্পাদক ছিলেন।তিনি গঙ্গা নদীর দুরবস্থা নিয়ে “গঙ্গা তুঁ বেহেতি হে কিউ”গানটা গেয়েছিলেন।তিনি প্রায় ১০০০ গান গেয়েছেন এবং ১৫টি বই লিখেছেন।সারা পৃথিবীতে অসমিয়া ভাষার প্রসারে উনার অনেক অবদান ছিল উল্লেখযোগ্য।
নানাজি দেশমুখ।তিনি ছিলেন সমাজকর্মী,তিনি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের পাশাপাশি ভারতীয় জন সঙ্ঘের সঙ্গেও যুক্ত ছিলেন।১১ অক্টোবর ১৯১৬ সালে মহারাষ্ট্রের পরভারি জেলাতে জন্মগ্রহন করেছিলেন।২৭ফেব্রুয়ারী ২০১০ সালে তিরানব্বই বছর বয়সে পরলোক গমন করেন সমাজসেবি নানাজি দেশমুখ।১৯৯৯ সালে পদ্মভূষন সন্মানে ভূষিত করা হয় উনাকে,নানাজি দেশমুখ ভগবান রামের জন্মভূমি চিত্রকুট কে উনার কর্মস্থল হিসেবে বেছে নিয়েছিলেন।