নিউজ ডেস্ক,বেঙ্গালুরুঃ-
২০১৯ লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে এনডিএ পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পরই কর্ণাটকে রাজনৈতিক ভুমিকম্প শুরু হয়েছে বলে খবর।ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে ২৩শে মে দেশে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠন হতে চলেছে।আর ফলাফলের ঠিক একদিন আগেই মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের বর্তমান কংগ্রেস সরকার গলায় ঝুলছে তলোয়ার।কর্ণাটকের জেডিএস-কংগ্রেস জোট সরকারের উপর দেখা দিয়েছে অশনি সঙ্কেত ।খবর রয়েছে বুথ ফেরত সমীক্ষা দেখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী দিল্লী সফর আপাতত স্থগিত করে দিয়েছেন।অপর দিকে কংগ্রেস নেতা রোশন বাগের গলাতেও চড়ছে বিক্ষোভের সুর।তিনি রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক কে.সি বেনুগোপাল কে মোষ বলেও কটাক্ষ করেন।আমার রাহুল গান্ধীর উপর দয়া হয় বলে কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি।বুথ ফেরত সমীক্ষার পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর রোশন বাগ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারমাইয়াকে আক্রমণ করে বলেন,ওনার অত্যাধিক অহংকারের জন্য হয়েছে কর্ণাটকে এই দশা হয়েছে।তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে বলেন,এই জোট বেশিদিন টিকে থাকুক সিদ্ধারমাইয়া কখনো চাননি।তিনি কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চাননা।কুমারস্বামীকে কাজও করতে দেওয়া হচ্ছেনা।তিনি বিক্ষোভের সুরে বলেন,কংগ্রেস কোন খ্রিষ্টানকে প্রার্থী করেনি।অপরদিকে শুধুমাত্র একজন মুসলিমকে প্রার্থী করা হয়েছে,তিনি আরও বলেন, এই ধরনের কাজের জন্য আমি অন্তর থেকে আঘাত পেয়েছি।২২৫ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় বিজেপির কাছে রয়েছে একশত চারটি আসন। জেডিএস এর রয়েছে সায়ত্রিশ আর কংগ্রেসের দখলে রয়েছে আটাত্তরটি আসন।জোট সরকারের সাথে একজন বিধায়ক রয়েছেন বহুজন সমাজ পার্টির।