প্রয়াত হলেন এমডিএইচ মশলা সংস্থার মালিক ধর্মপাল গুলাটি বয়স হয়েছিল ৯৮। মাথায় উজ্জ্বল লাল পাগড়ি ও সাদা গোঁফ।
একসময় স্কুলের গণ্ডিও টপকানো হয়নি যার সেই ধর্মপাল হয়ে উঠেছিলেন দেশের মশলা সম্রাট।
বেতনের প্রায় ৯০ শতাংশই দান করে দিতেন তিনি। দিল্লি এনসিআরে একাধিক হাসপাতাল ও স্কুল চলে এমডিএইচ সংস্থার সাহায্যে। যে খাতেই তাঁর বেতন দিতেন ধর্মপাল গুলাটি।
১৯২৩ সালে বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত শিয়ালকোটে জন্মগ্রহণ করেন মশলা সম্রাট। যখন তিনি ক্লাস ফাইবে পড়েন, সেই সময়ই ছেড়ে দিয়েছিলেন স্কুলের প্রথাগত পঠন-পাঠন। পড়াশোনা ছেড়ে বাবা চুন্নি লাল গুলাটিকে মশলার ব্যবসায় সাহায্য করতে পাড়ি জমিয়েছিলেন দিল্লিতে।
‘অসলি মশালে সচ সচ’ বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশ চিনেছিল এমডিএইচ দাদাজিকে।