নিউজ ডেস্ক, কলকাতাঃ- চড়াম চড়াম ঢাকের বদলে , ধড়াম করে ফেটে গেল তৃণমূল পার্টি অফিস ।
পশ্চিমবঙ্গের উন্নয়ন যে রাস্তায় দাড়িয়ে আছে আর পার্টি অফিসে ঘুমিয়ে আছে সেটা আবার প্রমানিত হল । পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর উন্নয়েনের কাণ্ডারি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এলাকায় বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলের একটি দলীয় কার্যালয় । সোমবার সকালে বিস্ফোরণে ভেঙ্গে পড়ে বীরভূম কাঁকড়াতলা বড়রা অঞ্চলের তৃণমূলের দলীয় কার্যালয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ইতিমধ্যে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি তবুও এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, কাঁকড়াতলা বড়রার এই তৃণমূল কার্যালয় দখলের নিয়ে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিলো। তাই এই কার্যালয়ের কাছেই তৃণমূলের আরও একটি দলীয় অফিস নির্মাণ করেছিল তৃণমূলের ওপর একটি গোষ্ঠী । সূত্রের খবর অনুসারে, দলীয় অফিসে মজুত করা বোমা ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ । এই ঘটনায় ফের একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে এল । তৃণমূল সুপ্রিমো যতই দলীয় নেতাদের সংযত হওয়ার কথা বলুক না কেন , ক্ষমতার লোভে যে তারা নিজেরদের মধ্যে কামড়াকামড়ি করেই চলেছে , তা আরও একবার প্রমান হয়ে গেল । সেইসাথে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কথা অনুসারে পশ্চিমবঙ্গের উন্নয়ন যে রাস্তায় দাড়িয়ে আছে , শুধু তাই নয় উন্নয়ন পার্টি অফিসেও পৌঁছে গেছে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ।