নিউজ ডেস্ক, উত্তর দিনাজপুরঃ- বিশ্ব জলাতঙ্ক দিবসে পথ কুকুরদের প্রতিষেধক কর্মসূচী উত্তর দিনাজপুরে
আজ বিশ্ব জলাতঙ্ক দিবসে পথের কুকুরদের প্রতিষেধক টিকাকরন কর্মসূচী পালন করল উত্তর দিনাজপুর পিউপিল ফর অ্যানিমেলস। উত্তর দিনাজপুর জেলা প্রানী সম্পদ বিকাশ দপ্তরের সহায়তায় এই কর্মসূচী পালন করা হয়। উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক কার্যালয় ও আবাসন চত্বর কর্নজোড়া এলাকায় রাস্তার কুকুরদের ধরে ধরে জলাতঙ্কের প্রতিষেধক টিকা দেওয়ার কাজ করেন উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার গৌতম তান্তিয়া জানিয়েছেন, রাস্তার কুকুরের কামড়ে মানুষসহ বহু পথের কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। রাস্তার এই কুকুরদের আজ ধর ধরে টিকা দেওয়া হল। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্নজোড়া এলাকাসহ বিভিন্ন এলাকার প্রায় ১৫০ টি কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক টিকাকরন করা হয়েছে।