নিউজ ডেস্ক কলকাতা ঃ-
চাকদায় এবার ঘটলো কাথির ঘটনার পুনরাবৃত্তি।গাড়ি ভাঙচুর করা হল বিজেপি কর্মীদের অভিযোগ একদল দুস্কৃতিদের বিরুদ্ধে।এমনকি বিজেপি কর্মীদেরও মারধরও করা হয় বলে অভিযোগ। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায় ঠাকুরনগরে মোদী সমাবেশে যোগ দিতে যান চাকদার বিজেপি কর্মীরা,সভা শেষ করে ফেরার পথে চাকদা বিডিও অফিসের সামনে একদল দুস্কৃতি বিজেপি কর্মীদের গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ।
কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়িগুলিকে ব্যাপক ভাঙচুর করা হয়। এবং ছিনিয়ে নেওয়া হয় গাড়ির চাবিও। তারসঙ্গে বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলে জানাজায়। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশবাহিনী।
কোন ভাবে দুপক্ষকে শান্ত করে নিজেদের গন্তব্যে স্থলে পৌঁছে দেওয়া হয় বলে জানা যায়। এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা। উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে আশ্রিত তৃণমূলের দুস্কৃতিরাই এই হামলা করেছেন বলে বিজেপির অভিযোগ। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই পালটা দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।