নিউজ ডেস্ক, পশ্চিম বর্ধমান:- বিজেপির বুথ প্রেসিডেন্ট খুনের প্রতিবাদে বিক্ষোভ দুর্গাপুরে।
রবিবার রাতে দুষ্কৃতিদের গুলিতে বিজেপির বুথ প্রেসিডেন্ট খুন। অভিযোগের তীর তৃণমূলের দিকে।মৃতের নাম সন্দীপ ঘোষ(২১)।তিনি কাঁকশা এলাকার সাহেবগঞ্জ গ্রামের বুথ প্রেসিডেন্ট।
জানা যায়,আগামী ২৪ তারিখ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজেপির তরফ থেকে বিভিন্ন অঞ্চলে বুথ কমিটির সভা চলছে।সেই কারণে কাকসা অঞ্চলের সাহেবগঞ্জ এলাকায় সভা করতে গিয়েছিলেন বিজেপির বুথ প্রেসিডেন্ট সন্দীপ ঘোষ।কিন্তু কাজ সেরে বাড়ি ফেরার পথে রুপগঞ্জ এলাকায় তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়।আর তার ফলেই মারা যান সন্দীপ।
এর পাশাপাশি আরো পাঁচজন বিজেপী কর্মী আহত হন।এদেরকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।যাদের মধ্যে জয়দেব ব্যানার্জী নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।এদিকে এই ঘটনা শোনার পরা কলকাতা থেকে রওনা দিয়েছেন বিজেপী নেত্রী লকেট চ্যাটার্জী ও বিজেপি নেতা সায়ন্তন বসু।
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে,যতক্ষন না দোষীদের ধরা হচ্ছে ততক্ষণ সন্দীপ ঘোষের সৎকার্য করা হবে না।তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, কাঁকশা থানার পুলিশ সন্দেহভাজন দুই জনকে আটক করেছেন।