নিউজ ডেস্ক কলকাতা ঃ-
উত্তর ২৪ পরগনার বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির দলীয় কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ ও বিজেপি মন্ডল সভাপতিকে মারধরের ঘটনায় ৪ঠা এপ্রিল সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়াল। বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শিউলি গ্রাম অঞ্চলের মন্ডল সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায়কে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ৷ বিজেপির দলীয় কার্যালয়ের পাশেই একটি মাঠে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেই সময় তৃণমূল কর্মীরা বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ। তখন স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি ওই তৃণমূল কর্মীদের বিজেপির কার্যালয়ে পতাকা লাগাতে নিষেধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।