![]() |
রিতা বহুগুণা যোশি ত্রিপুরায় |
তত্পরতা তুঙ্গে। চেষ্টায় এতটুকু ত্রুটি রাখতে চায় না ত্রিপুরা নিয়ে বিজেপি । ত্রিপুরায় একটা বিশাল অংশের লোক বলত কেন্দ্র না চাইলে ত্রিপুরায় পরিবর্তন সম্ভব নয় এবার সেই কেন্দ্র বিজেপি সর্বশক্তি নিয়ে রাজ্যে এই উদ্যেশ্যে রিতা বহুগুণা যোশির ত্রিপুরায় আগমন। সম্ভবত বিজেপি তার অন্য শাখার মত মহিলা মোর্চা কেও শক্তিশালী করতে কোনো ফাঁক রাখতে চাইছে না