কৈলাশহর বিজেপি বরাবরই অভিনব কায়দায় প্রতিবাদ করে আসছে । কিছুদিন আগে পুরসভা শহরের ভঙ্গুর রাস্তা মেরামত না করায় নিজেরাই গাড়ি গাড়ি কংক্রিট নিয়ে রাস্তার গর্ত ভরাট করেন । এবার আরেক নয়া কৌশল। পৌরসভার ৬-৭ নং ওয়ার্ড বিজেপির । বিজেপির অভিযোগ এর কারণে প্রধানমন্ত্রী আবাস স্কীমে এই দুই ওয়ার্ড কে অবহেলিত রাখা হয়েছে যার প্রতিবাদে বিজেপির শয্যাশায়ী আন্দোলন।