![]() |
মুকুল রায় |
গুঞ্জন চলছে মুকুল রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে প্রবেশ নিয়ে। আবার এও শুনা যাচ্ছে উনি নতুন দল গঠন করবেন। সূত্রের দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের বিরুধীতায় বিজেপিতে মুকুলের গৃহপ্রবেশ হয় নি। কিন্তু কেন্দ্র বিজেপি চাইছে মুকুল কে পশ্চিমবঙ্গের ৫৮০০০ বুথেই একজন করে কর্মীতালিকা নিয়ে পঞ্চায়েত ভোট এর আগে যোগ দিতে চলেছেন উনি। দল ত্যাগের আগে গুছিয়ে নিচ্ছেন নিজের শক্তি। মুকুলের পদ্মে প্রবেশ পশ্চিমবঙ্গে টিএমসি এর শেষের শুরু হয়ে উঠবে।