
৭ই মার্চ ব্রিগেড সমাবেশে মহাগুরুর বিজেপিতে যোগদান নিয়ে যখন রাজ্য জুড়ে রাজনৈতিক গুঞ্জন চলছে, তখন শুভেন্দু অধিকারী কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি সোমেন মিত্রর বাড়িতে উঠেন। শুভেন্দু অধিকারীর হঠাৎ করে সোমেন মিত্রর বাড়িতে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন জল্পনার। সোমেন বাবুর ছেলে রোহন মিত্রকে শুভেন্দু প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। আমাদের বাড়িতে এটাই উনার প্রথম আসা না,এর আগেও বহুবার তিনি এসেছেন। রাজনীতি রাজনীতির জায়গায় আর সম্পর্ক সম্পর্কের জায়গায়।

বিজেপিতে যোগদানের প্রসঙ্গে রোহন মিত্র বলেন, এখুনি আমরা কেউ কোনও সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিতে নেই, আমার মেজো পিসি পরলোক গমন করেছেন, অতএব এখন এসব থেকে দূরে আছি। সূত্রের খবর সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে চোরঙ্গী থেকে টিকিট দেবার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী, তবে এই বিষয়ে শিখা মিত্র কিছু বলেনি বলেই খবর, তবে তিনি বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা জিইয়ে রেখেছেন।
