নিউজ ডেস্ক নয়াদিল্লি ঃ-
ভারতীয় বায়ুসেনার বাড়ল শক্তি। অবশেষে মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার এল ভারতের হাতে। ১০ই মে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হল সেই হেলিকপ্টার। আমেরিকার আরিজোনা প্রদেশের মেসাতে আনুষ্ঠানিক ভাবে প্রথম হেলিকপ্টারটি ভারতের হাতে তুলে দেওয়া হয়। এদিন ভারতীয় বিমান বাহিনীর তরফে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল এএস বুটোলা। এই অনুষ্ঠানে মার্কিন সরকারেরও বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৫-র সেপ্টেম্বরে মার্কিন সরকারের সঙ্গে অ্যাপাচে কপ্টার কেনার বিষয়ে চুক্তি সই করেছিল ভারত। মোট ২২টি অ্যাপাচে কপ্টার কেনা হয়েছে। অত্যাধুনিক এই হেলিকপ্টার যুদ্ধে অত্যন্ত দক্ষ। বিশেষ করে পাহাড়ি এলাকার জন্য খুবই উপযোগী অ্যাপাচে কপ্টার। এই বছরের জুলাই মাসে অ্যাপাচে কপ্টারের প্রথম ব্যাচ দেশে পৌঁছবে। ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর কয়েকজন অফিসারকে এই কপ্টার চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অ্যাপাচে কপ্টার বিমান বাহিনীতে যোগ হওয়ার ফলে এর শক্তি কয়েকগুণ বেড়ে গেল বলে আশা করা হচ্ছে।