নিউজ ডেস্ক কলকাতা ঃ-
বিজেপি কর্মী অজয় রায়ের মৃত্যু হল সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিনে। উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর ওই ঘটনার জেরে রণক্ষেত্র আকার নিল। জানা গিয়েছে, ২১ বছর বয়সী অজয় বাইকে করে বারাকপুর স্টেশন থেকে ঘোষপাড়া রোড ধরে উত্তর দিকে যাচ্ছিলেন। এমন সময়ে একটি ৮১ নম্বর রুটের বাস পুরনো দিশা চক্ষু হাসপাতালের কাছে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে যান অজয়বাবু। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। যদিও শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠা বারাকপুর স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। একের পর এক বাসে ভাঙাচুর চালানো হয়। ৪টি বেসরকারি এবং ২টি সরকারি বাসে ভাঙচুর চালানো হয়। যদিও অজয় রায়কে ধাক্কা দেওয়া সেই ঘাতক বাসের চালক অনেক আগেই ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। উত্তপ্ত পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় সমস্ত দোকানপাঠ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। ঘণ্টা খানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। এলাকায় শুরু হয়েছে পুলিশের টহল।