নিউজ ডেস্ক, লখনউঃ- বাজারে আসতে চলেছে নতুন সাবান, ফেসপ্যাক ও পোষাক
বাবা রামদেবের পতঞ্জলির পর এবার বাজারে আসছে আরএসএস সমর্থিত একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার নানারকম প্রাকৃতিক কসমেটিকস ও ওষুধ । সেইসাথে মোদি আর যোগী কুর্তা বাজারে আনছে মথুরার দীনদয়াল ধামের টেলারিং ইউনিট । সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হল বাজারে আসতে চলা এই সাবান আর ফেসপ্যাক তৈরি হচ্ছে গোমূত্র ও গোবর দিয়ে । এছাড়াও প্রাথমিক ভাবে প্রায় ৩০ রকমের গৃহজাত দ্রব্যাদি ও হজম এবং ত্বকের ঔষধও তৈরি করা হচ্ছে, যা আগামী অক্টোবর মাস থেকে ই-কমার্স সংস্থা আমাজন-এ পাওয়া যাবে ।
আরএসএসের মুখপাত্র অরুণ কুমার জানিয়েছেন, স্থানীয় লোকজনের জীবিকার জন্য এবং তাদের স্বনির্ভর করতে এই উদ্যোগ। এখন প্রতিমাসে ১ লাখ টাকার ওষুধ আর ৩ লাখ টাকার কুর্তা বিক্রি করে তারা। কামধেনু নামের প্রোডাক্টগুলির মধ্যে গোমূত্রই মূল উপাদান। তার মধ্যে আছে মরিচ, আমলা, তুলসি টনিকে তৈরি ঘনবতী। এটা ডায়াবেটিস আর স্থূলত্বের নিরাময় করে। রয়েছে শ্যাম্পু, ফেসপ্যাক, স্নানের সাবান, টুথপেস্ট। এগুলির মূল উপাদান গোময় আর গোমূত্র। এগুলিতে কোনও সিন্থেটিক কিছু নেই বলে দাবি আরএসএসের। ওই ধামে আছে ১০ জন কর্মচারী আর ৯০টি গরু। প্রাথমিক ভাবে অনলাইনে বিক্রির পরিকল্পনা তাদের, ভবিষ্যতে চাহিদা অনুযায়ী মার্কেটে ছাড়বে সংস্থা ।