নিউজ ডেস্কঃ- ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে ফোন লঞ্চ করল চিনা সংস্থা রোয়ালে । ফোনটির নামকরন করা হয়েছে ফ্লেক্স পাই। এই ফেনোর ডিসপ্লেটি ভাঁজ করা যায় ১৮০ ডিগ্রি পর্যন্ত। এই ধরনের ফেনো বিশ্বে প্রথম বাজারজাত করে হই চই ফেলে দিয়েছে চিনা সংস্থা রোয়ালে। বেন্ডেবল ডিসপ্লে রয়েছে ফ্লেক্স পাই নামে এই ফোনে। আমেরিকাতে একটি কনজিউমার ইলেক্ট্রনিক শো তে এই ফোনটি বাজারজাত করা হয়েছে। ফ্লেক্স পাই নামক এই ফোনের বাজার মূল্য আনুমানিক ১৩১৮ মার্কিন ডলার।