বাইখোরা কৈইফাং মোরী পাড়া থেকে সুপ্রিয়া মগ নামে এক জন ছাত্রী গত ২৪ জুলাই ২০১৭ ইং তারিখে প্রয়াস কোচিং সেন্টার এ ভর্তি হয়। কিন্তু, পরশু বিকেল ৪ ঘটিকায় হঠাৎ করে একটা খবর আছে ঐ সুপ্রিয়ামগ এর বাবার কাছে, যে উনার মেয়ের নাকি খুবই সিরিয়াস অবস্থা। তখনই উনার বাবা চলে আসে শান্তিরবাজার হসপিটাল এ, সেখানে এসে দেখা যায় যে প্রয়াস কোচিং সেন্টার এর ছাএী সুপ্রিয়া মগ এর মৃত দেহ পড়ে আছে। সেই মেয়েটি নিজেই আত্মহত্যা করেছে। কিন্তু, আমাদের প্রশ্ন আছে যে, মেয়েকে কে বা কারা হসপিটালে এ নিয়ে এসেছে? তা কেউ জানে না এমনকি ডাক্তার বাবুও। কিন্তু, সে আসলে কি আত্মহত্যা করেছে? নাকি এর পেছনে অন্য কোন ঘটনা জড়িত আছে।তা এখনও পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায় নি।