বৃহস্পতিবার তিনি টুইটে লিখেছেন, যতক্ষন সব ভাল, হইহই কর। বাংলাদেশের দুর্গাপুজো কিরকম হচ্ছে, তা দেখার অবকাশ কারও নেই। কিন্তু কবি সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন, তুমি চোখ বন্ধ করে থাকলেও অনুঘটন আটকাতে পারবে না। বিশেষ করে হিন্দু মহিলাদের ক্ষেত্রে।
বক্তব্যের সঙ্গে আজকের দৈনিকে প্রকাশিত খবরের দুটি অংশ যুক্ত করেছেন। তাতে লেখা- “বাংলাদেশের জাতীয় হিন্দু জোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রানাণিক বললেন, “বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের বাড়িঘর, মঠ মন্দিরে হামলা হচ্ছে। লুটপাট, অগ্নিসংযোগ, খুন, দেশত্যাগে বাধ্য করা, ধর্ষণের মত ঘটনাও বিস্তর ঘটছে। কিন্তু দোষীদের শাস্তি হচ্ছেনা।”