নিউজ ডেস্ক, দীপা দাসঃ- বলিভিয়ার ১১৮ বয়সী তরুণ বনলতা সেন
বিশ্বের প্রবীণতম নাগরিক বয়স বাঁধা আছে এখনো সেই সতেরোতে । সরকারি খাতার হিসাবে জন্ম ১৯০০ সালের ২৬ শে অক্টোবর । হিসাব বলে ১১৭ বছর বয়স । নাম জুলিয়া ফ্লোরেন্স কল্ক । জন্ম বলিভিয়ার সাকা বার খনি এলাকায়, ছোট বেলায় পাহাড়ের এধারে ওধারে ভেড়া চড়িয়ে, আনাজ পাতি বিক্রি করে পেট চালিয়েছিল এই ছোট্ট মেয়েটি । সঙ্গী বলতে ছিল একটি পোষা বিড়াল, কটি কুকুর আর বেশ কিছু মুরগি । জীবনে যত ঝাপ্টা-ঝঞ্জা আসুক না কেন, হাসি মুখে সর্বদা সবকিছুই বরণ করেছেন ।
তার দীর্ঘ জীবনের মূল মন্ত্রই হলো নির্দিষ্ট নিয়ম মেনে খাওয়া দাওয়া আর গিটারের তারে হাত দিয়ে কেচুয়া লোক সংগীত গাওয়া । কানে একটু কম শুনলেও গান গাওয়ার ও গান শোনানোর উৎসাহের কমতি নেই । দুই বিশ্বযুদ্ধের জীবন্ত ঘটনার প্রমান তার দুই চোখ । ঈগলের চোখের মতন তীক্ষ্ণ বলিভিয়ার বনলতা সেন এর চোখ। এখনও পর্যন্ত মায়ের মত আগলে রেখেছে নিজের পোষ্যদের । সেইসাথে বলেন যতদিন বাঁচবে, ততদিন হাসিমুখে পোষ্যদের সেবা করবেন ।