নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী।চার জওয়ানের প্রাণের বিনিময়ে বড় সাফল্য পেল ভারতীয় সেনা।পুলওয়ামা আত্মঘাতী বিস্ফোরণের অন্যতম কাণ্ডারি রশিদ গাজীকে মেরে ফেলল ভারতীয় সেনা।এই গাজিই আত্মঘাতী বোমারু আদিল আহমেদর বিস্ফোরণের প্রশিক্ষক ছিল।সারা রাত অভিযানে পর বড়সড় সাফল্য পেল সেনা,পুলওয়ামায় নিকেশ ২ জায়েশ-ই কমান্ডার।চার জওয়ানের প্রাণের বিনিময়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। পুলওয়ামায় রাতভর অভিযানে দুই জায়েশ-ই কমান্ডারকে নিকেশ করল ভারতীয় সেনা।এদের সঙ্গে যোগ রয়েছে বৃহস্পতিবারের হামলার ।নিহত দুই জঙ্গির মধ্য বিস্ফোরণের অন্যতম চক্রী রশিদ গাজী ও হামলার মূলচক্রী কামরান থাকতে পারে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার হামলার পর থেকেই এলাকায় তল্লাশি শুরু করেছিল নিরাপত্তা বাহিনী।রবিরারই খবর এসেছিল লাথেপোরার পিংলানা গ্রামে লুকিয়ে রয়েছে দুই-তিন জঙ্গি।ওই খবরের ভিত্তিতেই পুরো রাতে গ্রাম ঘিরে ফেলে কাশ্মীর পুলিস,সেনা ও সিআরপিএফ।জঙ্গিদের গুলিতে ভোরবেলা শহিহ হন চার জওয়ান সহ এক মেজর।এরপরই ওই বাড়িটি উড়িয়ে দেওয়া হয় সেনার তরফ থেকে।