নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
আবার বিস্ফোরণ সীমান্তে।জম্মু-কাশ্মীরের রাজৌরিতে শহিদ হলেন আরেক সেনা অফিসার।
গত বৃহস্পতিবারই পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন।ক্ষোভে আগ্নিগর্ভ গোটা দেশ। এরই মধ্যে আবার শহিদের রক্তে লাল হল সীমান্ত।
ঠিক কি বিস্ফোরণে মেজরের মৃত্য হয়েছে তার খবর এখনও পাওয়া যায় নি। পুলওয়ামার জঙ্গি হামলার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণের কাঁপল ভারতের ভু-স্বর্গ খবর।