আবারও রাজ্যে নেশা বিরধি অভিজানে সাফল্য পেল রাজ্য পুলিশ । রাজ্যে যে পরিমান গাঁজা , ফেন্সিডিল চক্রের বিনাশে হাত পা ধুয়ে মাথে নেমে পরেছে পুলিশ প্রশাসন ।
শুক্রবার রাতে বিশালগড় থানাধীন রামছড়া এলাকা থেকে দুই ড্রাম শুকনো গাঁজা উদ্বার করলো বিশালগড় থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক মিহির লাল দাস এবং নব নিযুক্ত বিশালগড় থানার ওসি শ্যামা প্রসাদ দাস রামছড়া এলাকার বাসিন্দা খোকন দেবনাথের বাড়ী থেকে উদ্বার করে শুকনো গাঁজার ড্রাম। গাঁজার ড্রাম গুলি খোকন দেবনাথের বসত ঘরের খাটের নীচে লুকিয়ে রাখা ছিল।
পুলিশের আসার খবর পেয়েএলাকা থেকে লুকিয়ে যায় খোকন দেবনাথ এবং তার ভাই চন্দন দেবনাথ। তবে পুলিশ গাঁজা গুলির ড্রাম উদ্বার করে বিশালগড় থানায় নিয়ে আসে মালখানায় রেখে দেয়। উদ্বারকৃত শুকনো গাঁজার
আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকার উপরে হবে বলে জানান মহকুমা আধিকারিক মিহির লাল দাস।