নিউজ ডেস্কনয়াদিল্লী ঃ-
৩১শে মার্চ সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে বিজেপির বিদায়ী সংসদ হেমা মালিনীর বক্তব্যকে ঘিরে। তিনি বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে না পাওয়া গেলে ২০১৯ এ, দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। গত লোকসভা নির্বাচনে অর্থাৎ ২০১৪ তে মথুরা থেকে বিপুল সংখ্যক ভোট পেয়ে সাংসদ হয়েছেলিন রাজনীতিবিদ হেমা মালিনী। আসন্ন লোকসভা নির্বাচনে লড়ার জন্য টিকিট দিয়েছে বিজেপি। দেশের মানুষের কাছে বিকল্প কোন রাস্তা নেই ৩১শে মার্চ এক সাক্ষাৎকারে জানান হেমা। তিনি আরো বললেন মোদীজি ফিরে না আসলে দেশের মানুষের ক্ষতি হবে, তাই আমরা বিজেপির জন্য দিনরাত পরিশ্রম করছি। তিনি এও জানান প্রধানমন্ত্রীকে বিরোধীরা যেভাবে কলুষিত করছে, সেটা ঠিক নয়। মোদীজি দেশের জন্য যা ভাবেন তা সাহসের সঙ্গে করেও দেখান। উনি দেশের চৌকিদার, কোন দুর্নীতি যাতে দেশে না হয় তার দায়িত্ব নিয়েছেন উনি। তাই কোন জবাব নেই বিরোধীদের কাছে। বলিউডের অভিনেত্রী হেমা মালিনী বলেন এটা শুধু আমার মুখের ভাষা নয়, মোদীজি যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন সেটাই আমি পৌঁছে দিয়েছি মথুরাবাসীর কাছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, আয়ুষ্মান ভারত যোজনা, উজ্জ্বলা যোজনা, শৌচাগার নির্মাণ এবং আরো অনেক প্রকল্প। আগামী ১৮ এপ্রিল মথুরাতে ভোটদান পর্ব। লোকসভা কেন্দ্র থেকে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন লোক দলের নেতা কোনওয়ার নরেন্দ্র সিং।