নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
পুলওয়ামার ঘটনার পর থেকেই পাকিস্তান প্রচন্ড চাপে রয়েছে। সামরিক ক্ষেত্রে এবং কূটনৈতিকভাবেও পাকিস্তানকে চাপে রাখতে শুরু করেছে ভারত। ইতিমধ্যে পুলওয়ামার ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। এবার শুধু ভারতই নয়, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার দাবি তুলতে শুরু করেছে গোটা বিশ্ব। এই অবস্থায় চরম চাপে পাকিস্তান। এই অস্বস্তি ঢাকতে পুলওয়ামার ঘটনার মাস্টারমাইন্ড মাসুদ আজাহারকে আড়াল করল পাকিস্তান সেনা। শুধু মাসুদই নন, হাফিজ সইদকেও লুকিয়ে ফেলল পাকসেনা। আপাতত বেশ কিছুদিন এই দুইকে জঙ্গিকে প্রকাশ্যে আসা থেকে নিষেধ করেছে নাকি পাকিস্তান সেনা। আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া এই দুই জঙ্গিকে এখন প্রকাশ্য সভা–সমাবেশেও আসতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, পুলওয়ামার ঘটনায় প্রতিশোধের আগুন নিতে ফুঁসছে গোটা দেশ।কিছু একটা পদক্ষেপ যে মোদী সরকার নেবে তা ভালোই বুঝতে পারছে পাকিস্তান।এবং সেটা জে একেবারে হালকা কিছু হবে না তাও বুঝতে পারছে ইসলামাবাদ। আর সেজন্যে কার্যত মোস্ট ওয়াটেন্ড এই জঙ্গিকে লুকিয়ে ফেলল পাকিস্তান।