নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের পরিবারকে দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্য সরকারের।১৫ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন ‘মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন সম্পূর্ণ কাপুরুষোচিত ভাবে সেনাদের উপর আক্রমণ করে জঙ্গিরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং সহ কেন্দ্রীয় সরকারের সকল শীর্ষ নেতৃত্বের উপর বিশ্বাস রয়েছে যে তারা পুলওয়ামায় সংঘটিত কাপুরুষোচিত ঘটনার যথাযথ কড়া জবাব দেবেন। মহাকরণে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।