নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর বিতর্ক পিছু ছাড়ছে না৷ পুলওয়ামা জঙ্গি হামলার পরেও পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য পঞ্জাব বিধানসভায় বিরোধীদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে৷ পঞ্জাবের মন্ত্রীকে বিধানসভা থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে শিরোমণি অকালি দল৷ বিধানসভায় তখন উপস্থিত ছিলেন সিধুও৷ বিরোধী দলের সঙ্গে বাকযুদ্ধে জড়ান তিনি৷ সোমবার অধিবেশন শুরুর পর থেকে উত্তপ্ত হয়ে রইল পঞ্জাব বিধানসভা৷ এখন বাজেট অধিবেশন চলছে পঞ্জাব বিধাসভায়৷ কক্ষের ভেতর অকালি নেতা বিক্রম সিং মাজিথিয়া সিধুকে প্রবল আক্রমণ করেন৷ প্রতিবাদ জানান সিধু৷ এই নিয়ে দু’জনের মধ্যে চরম বাকবিতন্ডা শুরু হয়৷ এমনকি আসন থেকে উঠে পড়েন উত্তেজিত সিধু৷ পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলার পর গোটা দেশে উঠেছে পাকিস্তান বিরোধী স্লোগান৷ সেই সময় উল্টো সুর শোনা গিয়েছিল প্রাক্তন ক্রিকেটার ও পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর গলায়৷ হামলার নিন্দা করেও পাকিস্তানের পাশে দাঁড়ান তিনি৷
আরও জানান, কয়েকজনের জন্য গোটা দেশকে দায়ী করা ঠিক নয়৷ সিধুর এই মন্তব্য ভালোভাবে নেওয়া যাচ্ছে না। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ও সিধুর মন্তব্যের সমালোচনার ঝড় উঠছে। এবং সোনি টিভি চ্যানেলের একটি জনপ্রিয় কমেডি শো থেকে বাদ দিয়ে দেওয়ার দাবি জানাল সিধুকে। দাবি না মানা হলে অনেকে চ্যানেল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন৷ এরপরই ওই শো থেকে সিধুকে সরিয়ে দেয় চ্যানেল কর্তৃপক্ষ৷