নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
কেন্দ্র বৃহস্পতিবারই স্পষ্ট করে দিয়েছিল পাকিস্তানের মদত রয়েছে পুলওয়ামায় জঙ্গি হামলায়৷ শুক্রবার নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুন জেটলি ইসলামাবাদের বিরুদ্ধে কড়া বার্তা শোনালেন৷জেটলি জানান সন্ত্রাসবাদকে সরাসরি মদত দেওয়ার জন্য ইসলামাবাদকে আন্তর্জাতিক দুনিয়ায় একঘরে করার পূর্ণ কূটনৈতিক উদ্যোগ ভারত নেবে বলে৷১৯৯৬ সালে পাকিস্তানকে ব্যাবসায়িক ক্ষেত্রে “MOST FAVOURED NATION”এর তকমা দিয়েছিল ভারত৷উরি হামলার পরই সেই তকমা থাকা না থাকা নিয়ে দেখাদিয়েছিল বিতর্ক৷বিতর্ক দেখা দিলেও তবে সেই যাত্রায় নয়াদিল্লি এই তকমা প্রত্যাহার করেনি৷কিন্তু জেটলি ঘোষণা করেন পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া “MOST FAVOURED NATION” এর তকমা ইসলামাবাদের থেকে কেড়ে নেওয়া হবে।অর্থমন্ত্রী শুক্রবারের নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকের পর বলেন, পুলওয়ামার ঘটনার সঙ্গে যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত তাদের কোন ভাবেই রেহাই দেওয়া হবে না।