বাঙালির প্রতীক্ষার অবসান শেষে হাজির পুজো। ঢাকের বাদ্যি বলছে বৃহস্পতিবার ষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে চলছে উমার আরাধনা। এরই মাঝে পুজোর মরশুমে পেঁয়াজের চড়া দামে কপালে ভাঁজ শহরবাসীর। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে সবজির চড়া দাম। আলু থেকে পেঁয়াজ, পটল থেকে ঝিঙে সব কিছুরই চড়া দাম। পুজোর মরশুমে শহরের বাজারে কোথাও পেঁয়াজ কেজি প্রতি ৮০ টাকা। কোথাও আবার ৯০ টাকা করে বিক্রি হচ্ছে । পুজোর মরসুমে পেঁয়াজের অতিরিক্ত দামে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের।
পেঁয়াজের পাশাপাশি শহরের বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ৭ টাকা করে। কম যাচ্ছে না ডাল, তেল ও। ডাল ও তেল থেকে সবজি অতিরিক্ত দামে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ক্রেতাদের।