নিউজ ডেস্ক, ধর্মনগর:- পিতৃ বিয়োগ রাজ্য সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার ।
বার্ধক্যজনিত কারণে বহুদিন ধরে অসুস্থ থাকার পর ২৩শে নভেম্বর সংসারের মায়া ত্যাগ করে চলে গেলেন রাজ্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার পিতা চন্দ্রধন চাকমা । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর, ২৩শে নভেম্বর বেলা আড়াইটে নাগাদ উত্তর ত্রিপুরার পেচারথল এর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র সহ এক কন্যাকে সেই সাথে ছেড়ে গেলেন সমস্ত স্মৃতি ।
অসুস্থ থাকাকালীনই নিজের একমাত্র মেয়েকে মন্ত্রী হিসাবে দেখে তিনি খুব গর্বিত হয়েছিলেন এবং বলেছিলেন তিনি চান একজন সৎ ও কর্মঠ নাগরিক হিসেবে সান্তনা দেবী যেন রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে যান । উনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পেচারথল এলাকাসহ রাজনৈতিক মহলে। রাজ্য মন্ত্রিসভা থেকে ইতিমধ্যে এসেছে পিতৃবিয়োগের শোক বার্তা । সেইসাথে খবর পাওয়া মাত্রই ছুটে এসেছেন রাজ্য বিজেপি সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ।