রাজ্য নেশা সামগ্রীর বাফার স্টকে পরিণত হয়েছে।নেশা কারবারিদের রমরমা ব্যাবসা সর্বত্র।গতকাল দেওয়ানপাশা গর্জনটিলা থেকে স্থানীয় জনগণ দোকান থেকে মদ ও গাজা উদ্ধার করল। দোকানের মালিকের নাম টম, মঙল, এবং পুলিন সিং। গ্রামের মানুষ ও গ্রামের প্রধান কে সঙ্গে নিয়ে মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক মদ উদ্ধার হল, সঙ্গে ছিলো পুলিশও।