পাবজি খেলার সূত্রে বন্ধুত্ব।টানা একমাস ধরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করল সেই কিশোর ও তার বন্ধুরা। বুধবার ওই তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করল ভোপাল পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হবে।
দু’মাস আগে পাবজির সূত্রে আলাপ হয়েছিল দু’জনের। সেপ্টেম্বর মাসে কিশোরীকে রম্ভা নগর এলাকায় ডাকে কিশোর। সেখানেই এই তিনজন থাকত। কিশোরী আসার পর তাঁকে ধর্ষণ করে তিনজন মিলে। এছাড়া তারা ভিডিও করে তাঁকে হুমকিও দিতে থাকে। এই সময়ের মধ্যে আরও একাধিকবার তাঁকে ধর্ষণ করে তিন পাষণ্ড। কিশোরীর মা ক’দিন ধরে মেয়ের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করতে থাকেন। তারপর অনেকবার জিজ্ঞেস করায় কিশোরী মাকে সব ঘটনা খুলে বলেন। তারপরই দু’জনে মিলে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। ৩৭৬(২)এন, ৩৭৬ ডিএ, ৫০৬ এবং পোকসো আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এই তিনের বিরুদ্ধে।