নিউজ ডেস্ক, পানিসাগরঃ- পানিসাগর নগর পঞ্চায়েতের উপনির্বাচনে বিজেপির প্রচার
পানিসাগর নগর পঞ্চায়েতের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের প্রচারের দায়িত্বে জেলা সভাপতি ভবতোষ দাস, বিধায়ক বিনয় ভূষণ দাস, সহ উল্লেখযোগ্য হিসেবে যুব মোর্চা উত্তর জেলার পক্ষথেকে নির্বাচনী প্রচারে দায়িত্ব দিয়েছেন উত্তর জেলার যুব আইকন, যুবরাজনগর মন্ডল যুব মোর্চার সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য মাননীয় প্রশান্ত দেবনাথ মহোদয়কে । দায়িত্ব পালন করার লক্ষ্যে প্রতিনিয়ত পানিসাগর প্রচার চালিয়ে যাচ্ছেন প্রশান্ত দেবনাথ মহোদয়, কখনো যুব মোর্চার কার্যকরতাদের সাথে কখনো আবার বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে। ১৮/১২/২০১৮ ইং মঙ্গলবার বিকেলে পানিসাগরের নগর পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী নমিতা দাসের সমর্থনে মাননীয় বিপ্লব দাসের বাড়িতে এক উঠান সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উওর জেলা সভাপতি শ্রদ্ধেয় ভবতোষ দাস মহোদয় ও উত্তর জেলার যুব আইকন, যুবরাজনগর মন্ডল যুব মোর্চার সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য মাননীয় প্রশান্ত দেবনাথ মহোদয় এবং মন্ডল, জেলা, বিভিন্ন মোর্চার কার্যকরতাগন । উক্ত সভায় ৬ পরিবারের সদস্য-সদস্যাবৃন্দ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি ভবতোষ দাস ও উত্তর জেলার যুব আইকন, যুবরাজনগর মন্ডল যুব মোর্চার সভাপতি ও উত্তর ত্রিপুরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য মাননীয় প্রশান্ত দেবনাথ মহোদয় সহ অন্যান্য নেতৃত্বগন বিগত ২৫ বছরের বামফ্রন্ট অপশাষন, দুর্নীতির প্রেক্ষাপট তুলে ধরেন এবং বর্তমান রাজ্য সরকারের ১০ মাসও কেন্দ্রীয় সরকারের ৪ বছরের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পগুলি সমন্ধে জনসাধারণের সামনে তুলে ধরেন।