নিউজ ডেস্ক নয়া দিল্লী ঃ-
ভারত-পাক সম্পর্ক আরও উত্তপ্ত হল পুলওয়ামা হামলার ঘটনার পর। দিল্লিতে তার হাই কমিশনারকে ডেকে পাঠাল পাকিস্তান।পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফাইসাল সংবাদমাধ্যকে বলেন, ‘আলোচনার জন্য নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। ভারতীয় জওয়ানদের ওপরে হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানেও এনিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছে। ভারতের পক্ষ থেকে ওই হামলায় পাক জঙ্গিদের দিকেই আঙুল তোলা হচ্ছে। এর আগে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠায় ভারত। তার পরেই এই পদক্ষেপ নিল পাকিস্তানও। পুলওয়ামার হামলার জন্য পাকিস্তানই দায়ী কিন্তু ইমরান খান সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করছে। উল্টে বলা হচ্ছে, ভারত নিজের জওয়ানদের নিরাপত্তার দিকটা আগে দেখুক। তার পর অন্য কারও দিকে আঙুল তুলবে।