নিউজ ডেস্ক নয়া দিল্লীঃ-
জম্মু কাশ্মীরে পুলওয়ামায় সিআরপিএফ এর উপর হওয়া জঙ্গি হামলায় প্রথম প্রতিক্রিয়া দিলেন পাঞ্জাব ক্যাবিনেট মন্ত্রী নবজ্যোত সিং সিধু। চন্ডিগড়ে প্রেস মিটিং এ নবজ্যোত সিং সিধু এর কাছে পাকিস্তান এর এই ষড়যন্ত্র নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, ‘যেই ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়, আর এটাই বলতে চাই যে জঙ্গিদের কোন দেশ নেই। জঙ্গিদের কোন ধর্ম নেই। ওদের কোন জাত নেই” আর বলেছেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক। নবজ্যোত সিং সিধু সেই নেতা যিনি কয়েকমাস আগে পাকিস্তানে গিয়ে পাকিস্তানিদের চরম প্রশংসা কুড়িয়েছিলেন। উনি পাকিস্তানকে নিজের ঘর বলে পরিচয় দিয়েছিলেন।
এমনকি উনি পাকিস্তানকে ভারতের থেকে সুন্দর এবং ভালো দেশ হিসেবে পরিচয় দিয়েছিলেন! এমনকি উনি পাক সেনা প্রধান যিনি সন্ত্রাসবাদের জনক বলে পরিচিত, তাকে গলায় জড়িয়ে ধরে ভাই বলে সম্বোধন করেছিলেন। এমনকি ভারত থেকে পাঞ্জাব কে ভাগ করতে চাওয়া খালিস্তানি জঙ্গি গোপাল চাওলার সাথেও সাক্ষাৎ করে প্রফুল্লিত হয়েছিলেন। কংগ্রেসের ওনেক নেতাই এখন পাকিস্তানের তদারকি করতে ব্যাস্ত। আর এই জঙ্গি হামলাকে রাজনিতিক রুপ দিয়ে দিয়েছেন।কংগ্রেসের আরেক নেতা কপিল সিব্বল এই ঘটনা নিয়ে বলেছেন, ‘দেশে কট্টর জাতিয়তাবাদীরা মাথা তুলেছে বলে এই হামলা হয়েছে”।
জানা যায় কংগ্রেসের আরেক নেতা সুশীল সিন্ডে এই ঘটনার প্রধান কারণ হিসেবে ভারতের করা স্যার্জিক্যাল স্ট্রাইকের দোষ দিয়েছেন।এবং সিধু এদিন বিধানসভার বাইরে কাশ্মীরের কাপুরোষচিত জঙ্গি হামলার নিন্দা করেন৷ এমন পরিস্থিতিতে সিধুর এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি দেশবাসীরা৷ এই মন্তব্যের মধ্যে পাকিস্তানের প্রতি সহানুভূতি খুঁজে পেয়েছেন অনেকে৷