নিউজ ডেস্ক নয়াদিল্লী ঃ-
পুলওয়ামায় সেনার উপর বরবচিত হামলা পাকিস্তানের পালিত জঙ্গি সংঘটন জৈশ এ মহম্মদ ই করিয়েছিল। যদিও এই ঘটনার দায় তারা নিজেরাই সিকার করে নেয়। যদিও পাকিস্তানের সরকারের এই মিথ্যাচারের পরদাফাস করে পাক মিডিয়া।পাকিস্তানের অনেক মিডিয়া হউস এই কথা সিকার করে যে জৈশ এ মহম্মদ সরকার সেনার পালতু কুত্তা হয়েই কাজ করে। আর তারাই পুলওয়ামার জঙ্গি হামলা চালায়।পাকিস্তানের এক শ্রেণীর সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, পাকিস্তানের তরফ থেকে একশন নেওয়া হয়েছে। পাকিস্তানের একটি টিভি চ্যানেল এ বলেন যা ক্ষতি হয়েছে এর চরম মূল্য শোধ করতে হবে। ওনারা এটাও স্বীকার করেছে যে, পাক সেনার পালিত কুত্তা জৈশ এ মউমহাদ পাকিস্তান কে যুদ্ধের পরিস্তিতিতে ঠেলে দিয়েছে। সিআরপিএফ এর উপর হামলার পর ভারত চুপ করে বসে থাকবে না। এবং এর মুক্ষম জবাব দেওার জন্য ওরা বেশী সময় নেবে না। পাকিস্তানের তরফ থেকে ভারতে ২৬/১১ এর হামলার পর তৎকালীন কংগ্রেস সরকার চুপ থাকলে ও উরি হামলার পর মোদী সরকার চুপ করে ছিলনা। আর এই হামলা মোদী সরকারকে আরও তাতিয়ে দিয়েছে বলেই পাক বিশেষজ্ঞদের মত।