গত ১১ই আগস্ট আমরাই প্রথম দেখিয়েছিলাম যে ১৫ই আগস্টের পরিবর্তে ১৪ই আগস্ট পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে স্বাধীনতা দিবস পালন করার কর্মসূচি নেওয়া হয়েছে ঘটনাক্রমে পশ্চিমবঙ্গের টিটাগড়ের যে সমস্ত স্থানে জশন-ই-আজাদির পোষ্টার মারা হয়েছিল সেটি ছিল মুসলিম অধ্যুষিত এলাকা , তাই বিশেষজ্ঞ মহল থেকে প্রশ্ন উঠেছিল যে আসলে স্বাধীনতা দিবস টা ভারতের উৎযাপন করা হচ্ছে নাকি পাকিস্থানের ??
নিচের ভিডিও টি ক্লিক করুন আমাদের করা নিউজ টি দেখার জন্য
আজ, ১৪ই আগস্ট পশ্চিমবঙ্গের টিটাগড়ের সেই সমস্ত স্থানে গিয়ে দেখা গেল , পোষ্টার একই রয়েছে শুধু আলাদা করে ১৪ই আগস্ট এর ওপর ১৫ই আগস্ট এর স্টিকার আঠা দিয়ে লাগানো হয়েছে ।
আমাদের চ্যানেলে দেখানো নিউজের প্রভাব সারা পশ্চিমবঙ্গের জনসাধারণের ওপর এমন ভাবে পড়েছে আর চারিদিক থেকে এমন নিন্দার ঝড় উঠেছিল তাতেই কি ভেঙে পরল ভারত বিরোধী দম্ভের প্রাচীর , এটাই এখন প্রশ্ন আপামর ভারতবাসীর ।