নিউজ ডেস্ক কলকাতা ঃ- গতকাল কুচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের ধরনায় পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দেশ্য প্রণোদিত হামলার ফলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দস্তা দস্তি হয় যা থেকে আরেকবার ও স্পষ্ট হলো যে পশ্চিমবঙ্গ পুলিশ আদৌ কি পুলিশের কাজ করছে ? নাকি তৃণমূলের দাসে পরিণত হয়েছে !