![]() |
রবিন্দ্র জাডেযা |
তৃতীয় টেস্টে নির্বাসিত হয়েছেন তাই খেলতে পারবেন না তিনি। সেই জায়গা পূরণ করতে ভারত থেকে দ্রুত নিয়ে যাওয়া হলো স্পিন বলিং আল রাউন্ডার অক্ষর পটেল কে। দলের বাকী দুই স্পিনার রবিচন্দ্র আশ্বিন আর কুলদীপ যাদব এর পাশে তৃতীয় স্পিনার হিসাবে টেস্টে অভিষেক ঘটতে চলেছে অক্ষরের।