২০১৮-র বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হোয়ে যাওয়ার পড়ও নিজেদের প্রার্থী প্রকাশ করতে পারলনা রাজ্যের শাসকদল । কিন্তু কেন তারা এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না সেই বিষয়ে রীতিমত দ্বিধাবিভক্ত CPIM এর রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ।
এইবিষয়ে CPIM এর রাজ্য সম্পাদক বীজন ধর জানান যে বামফ্রন্টের নিয়মানুসারে কোন প্রার্থী পরপর ৩ বারের বেশি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনা । যারফলে এবার খোদ মুখ্যমন্ত্রী মাণিক সরকার এর নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে , কিন্তু রাজ্য নেতৃত্ব এই নিয়ম মানতে নারাজ , যারফলে ইতিমধ্যে দ্বিধাবিভক্ত রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব । কিছুদিনের মধ্যে কলকাতায় কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার পর CPIM প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানান তিনি …