
সামনেই নির্বাচন। পাহাড়কে কেদ্র করে এই নির্বাচনী আবহে পাহাড়ে অবস্থিত জনজাতিদের আতঙ্কের শেষ নেই ,খবর অমরপুর এর পাহাড়পুর এলাকার। এলাকায় আত্বসমর্পণকরি এর এক সদস্য বন্ধুক উঠিয়ে ঘুরে বেড়াচ্ছে।এটিটিফ আত্মসমর্পণকারির নাম বাসুদেব জমাতিয়া ।জানা যায়, 2001 সালের আগস্টের 19 তারিখ আসামের নিকট নগদ দেড় লক্ষ টাকা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছিলেন। এরপর বহুদিন নিখোঁজ থাকার পর জানা যায় যে গত বছর বাসুদেবের উপর তার ভাইকে খুন করার অভিযোগ রয়েছে। এরপর সে জঙ্গলে গা ঢাকা দেয়।

তারপর গতকাল বাসুদেব নিজ বাড়ির এলাকায় কাঁধে একটি দেশী বন্দুক, হাতে একটি দা এবং কিছু নিষিদ্ধ জিনিস নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল। তা দেখে এলাকার লোকজন ভয় পেয়ে নিজেদেরকে ঘরে বন্দী করে নেয়। এলাকাবাসীরা বীরগঞ্জ থানায় খবর পাঠায়। এবং পুলিশের বিশাল দল বাসুদেব তার সব অস্ত্র সহ আটক করে তাকে মধ্য রাতে বীরগঞ্জ থানায় নিয়ে আসে।আজ সকালে তার “করোনা” পরীক্ষা করার পর আদালতে পাঠানোর কথা চলছে। পুলিশের ধারণা সে এখনও উগ্রপন্থীদের সাথে যোগাযোগ রেখেছে এবং তাকে জেরা করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে।
