উদয়ন চৌধুরী , বিশালগড় ঃ – নদী থেকে বালি তোলার সময় ভেসে উঠল একটি “নরমুণ্ড” । ঘটনা বিশালগড় থানাধীন লক্ষ্মীবিল দেউস পাড়া এলাকার
জানা যায় আজ সকালে নদী থেকে বালি তুলছিল শ্রমিকেরা, সেই সময় হথাৎই নদীর জলে ভেসে ওঠে নরমুণ্ডটি । ঘটনার খবর পাওয়া মাত্র নরমুণ্ড দেখতে নদীর পাড়ে ভিড় জমায় এলাকার মানুষ । খবর দেওয়া হয় বিশালগড় থানায় , পুলিশ এসে নরমুণ্ডটি উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরীক্ষার জন্য ।
এলাকাবাসীদের মত অনুসারে নরমুণ্ডটি বেশিদিনের পুরানো নয় , কারন নরমুণ্ডটিতে এখনও দাঁত রয়েছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে । শুধু মুণ্ড ভেসে ওঠায় গ্রামবাসীরা কাওকে খুন করে মাথা কেটে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন । সেইসাথে এলাকায় এই ঘটনা ঘিরে গ্রামবাসীদের মনে চাঞ্চল্য দেখা দিয়েছে ।